গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন বাজারে দিন দুপুরে একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার দুপুরে মফিজ উদ্দিন মহাজন সুপার মার্কেটের মজিদ জুয়েলার্স স্টেশন বাজার শাখায় এ চুরির ঘটনা ঘটে। জুয়েলার্স পরিচালক শুভ জানান, দুপুরে তিনি দোকানে তালা দিয়ে মধ্যাহ্ন ভোজের জন্য বাড়ি যান। বাড়ি যাওয়ার মধ্যখানে এ দূধর্ষ চুরির ঘটনা ঘটে। দোকানের কর্মচারী তালা খুলে দোকানে প্রবেশ করার সময় দোকানের মালামাল এলোমেলো অবস্থায় দেখলে দ্রুত দোকানের পরিচালক শুভকে খবর দেয়। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে ছুটে এসে মালামাল ছড়িয়ে ছিটিয়ে দেখতে পান। পরে খবর পেয়ে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ আনোয়ার হোসেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান ও গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন চুরি হওয়া দোকান পরিদর্শন করেছেন। এদিকে দোকানে রক্ষিত সিসিটিভি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আর/এস