গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে নিটল নিলয় মটরস এর বিক্রয় কেন্দ্রের নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রহনপুর স্টেশন বাজার সংলগ্ন নিটল নিলয় মটরস এর ফিতা কেটে নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়। মার্চেন্ট মটরস এর স্বত্বাধিকারী মুসা মার্চেন্ট এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন নিটল
মটরস লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ শ্যামল কান্তি পাল । এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি ফারুক হোসেন, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান খান প্রমুখ।
এস/আর