গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ট্রাকের ডালাই চাপা পড়ে ১ কুলি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই কুলি শ্রমিক উপজেলার বেয়াালিয়া ইউনিয়নের নামো কাঞ্চনতলা গ্রামের মৃত সুজাতের ছেলে দেল মোহাম্মদ (৫০)।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার দুপুরে রহনপুর নুনগোলা বিএডিসির সার গোডাউনে ট্রাক থেকে সারের বস্তা নামানোর সময় হঠাৎ করে ট্রাকের ডালা তার বুকের উপর পড়লে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
খবর ২৪ঘণ্টা/ নই