গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জরে গোমস্তাপুর উপজেলার রহনপুর ফুটবলদলের আয়োজনে প্রয়াত খেলোয়াড়দের স্মরণে ২য় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিন, রহনপুর ফুটবলদলের উপদেষ্টা নুরুল আমিন, মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, প্রবীন খেলোয়ার আফতাবউদ্দিন লালান, রহনপুর ফুটবলদলের নির্বাহী সদস্য
সারওয়ার জাহান সুমন । পরে উদ্বোধনী খেলায় রহনপুর ক্রীড়া চক্র ট্রাইব্রেকারে ৫-৪ গোলে গোমস্তাপুর প্রভাতী সংঘকে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের ডলার। আজ (বুধবার) দ্বিতীয় খেলায় রহনপুর ফুটবলদল বনাব সন্তোষপুর নবীন সংঘ অংশ গ্রহণ করবে।
খবর ২৪ ঘন্টা/এমকে