গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজারে সম্প্রতি সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে মালিকদের আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা অগ্রদূত বাংলাদেশ। সোমবার বিকেলে ইউএনও’র কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও শিহাব রায়হান, রহনপুর স্টেশন বাজার
ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, সহসভাপতি মজিবুর রহমান, সম্পাদক জাহিদ হাসান মুক্তা, অগ্রদূতের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল, এনজিও পরিচালনা পর্ষদের সহসভাপতি প্রভাষক আতিকুর রহমান প্রমূখ। প্রসঙ্গতঃ গত ১৪ ফেব্রুয়ারী সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ দোকানীর প্রত্যককে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর