1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রক্তদান পরিষদ বাগমারা' প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

রক্তদান পরিষদ বাগমারা’ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

রাজশাহীর বাগমারায় রক্তদান পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চতত্বর থেকে বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে ভবানীগঞ্জ নিউ মার্কেট এলাকায় একটি সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

রক্তদান পরিষদ বাগমারার সভাপতি জনাব হাসানুজ্জামান শাফিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালাউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা জনাব এনামুল হক, হাবিবুর রহমান হিরো, রাকিবুল হাসান রকি, আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা জানান, গত ২০২১ সালে রক্তদান পরিষদ গঠনের পর থেকে রাজশাহীর বাগমারাসহ নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন মূহুর্ষ রোগীদের বিনা পয়সায় রক্তদান করে আসছেন। অদ্যবদি রক্তদান পরিষদের সদস্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহনের মাধ্যমে তিনটি জেলার বিভিন্ন অসহায় মানুষের বিনা খরচে রক্ত প্রদান করে আসছেন।

রক্তদান পরিষদের অধিকাংশ সদস্যদ্বয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বাগমারা রক্তদান পরিষদ সব সময় মূহুর্ষ রোগীদের ভেজাল মুক্ত রক্ত দান করে আসছেন। আগামী দিন গুলোতে রক্তদান পরিষদের সদস্যগন দেশ ব্যাপী অসহায় রোগীদের মাঝে বিনা খরচে রক্ত প্রদান করতে পারেন সেই ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে বক্তারা জানিয়েছেন।

কোন মূহুর্ষ রোগীর যে কোন গ্রুপের রক্তের প্রয়োজন হয় তা বাগমারা রক্তদান পরিষদের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে। সভায় রক্তদান পরিষদের সকল সদস্য ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST