তিস্তা প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের নামে বাংলাদেশে চীনের আগ্রাসন বন্ধসহ নিজস্ব অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও উইঘুর মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
শনিবার (৬ মে) বেলা ১১টায় রংপুর শহরের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ-রংপুর মহানগর-জেলা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠনের রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মুরাদ কাওসারের সঞ্চালনায় কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান অভি।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এমরান চৌধুরী আকাশ, সাধারণ সম্পাদক আহসান হাসান হাবিব সৌরভ, জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব হোসেন প্রমুখ।
বিএ/