খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: ঢাকা-রংপুর মহাসড়কে রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ভটভটি চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন।
রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা মিঠাপুকুরের শাল্টি গোপালপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সোমবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলা তিস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় অধীর চন্দ্র (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর ২৪ঘণ্টা/ জেএন