খবর২৪ঘণ্টা ডেস্ক: রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় কাউনিয়া জংশনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
জানা যায়, সান্তাহার থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন কাউনিয়া জংশনে লোকাল ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ) ঘুরাতে গিয়ে ওই ইঞ্জিন ট্রেনের দুইটি বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে বগি দুইটি দুমড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত হন আরো অন্তত ১৫ জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও একজনের লাশ ট্রেনের বগির ভেতর আটকে গেছে।
খবর২৪ঘণ্টা, এমকে