খবর২৪ঘণ্টা, ডেস্ক: রংপুরে অভিযান চালিয়ে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১৩। শুক্রবার নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার পানিহারা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজিজুল ইসলাম ওরফে সালেহী (৩০) এবং রংপুর সদর উপজেলার পীরজাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে শাহনেওয়াজ ইসলাম ওরফে নিশাত (২৬)।
শনিবার সকালে র্যাব-১৩ এর সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা আহসান হাবীব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে রংপুর জেলার কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, লোকজনকে ভুল ব্যাখ্যা দিয়ে অর্থ সাহায্য নিয়ে তারা সংগঠন চালানোর কাজ করতো। এছাড়া এলাকাভিত্তিক নতুন সদস্য সংগ্রহ, সদস্যদের ডাটাবেজ সংরক্ষণ, প্রশিক্ষণ ও অন্যান্য পরিকল্পনা করত। শুধু উত্তরবঙ্গেই নয়, সারাদেশেই তাদের নানা ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
খবর ২৪ঘণ্টা/ জেএন