রংপুরের বন্ধ চিনিকল চালুর দাবিতে আধাবেলা হরতাল পালন করেছে চিনিকলের শ্রমিক ও আখ চাষিরা। আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে আখমাড়াই মৌসুমে শ্যামপুর চিনিকলসহ বন্ধ ছয়টি চিনিকলে মাড়াই কার্যক্রম চালুর দাবিতে এই হরতাল পালন করে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষি কল্যাণ সমিতি।
শ্যামপুর সুগার মিলস্ এলাকায় বিক্ষোভ মিছিল করে শ্রমিক-কর্মচারীরা। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ১৫টি চিনিকলের মধ্যে এখনো ৬টি বন্ধ রয়েছে। তার মধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এটি চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি আদায় না হলে ২৪ ডিসেম্বর থেকে রেলপথ, রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। হরতাল চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য, ১ ডিসেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের মাড়াই বন্ধ রেখে ৯টি চিনিকলের মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।
জেএন