খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: নানা পটেকরের জীবন সবসময়ে তাঁর মতো কঠোর ছিল না। পরকিয়া প্রেমে মজেছিলেন তিনিও।
নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগে ঝড় বইছে বলিউডে। অনেকেই পাশে দাঁড়িয়েছে তনুশ্রীর। আবার অনেকে নানা পটেকরের কঠোর ভাবমূর্তি দেখে এই অভিযোগ বিশ্বাস করতে পারছেন না। বাইরে থেকে চোয়াল শক্ত হলেও, নানা পটেকরের জীবন কি সব সময়েই ছিল নারীহীন? রেকর্ড কিন্তু তা বলে না।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিবাহিত হলেও দুই নায়িকার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল নানার। ১৯৭৮-এ নীলকান্তি পটেকরের সঙ্গে বিয়ে হয় নানা পটেকরের। কিন্তু স্ত্রীর সঙ্গে সম্পর্ক সব সময়ে মধুর ছিল না।
১৯৯৬ সালে ‘অগ্নিসাক্ষী’ ছবির শ্যুটিং করতে করতেই মণীষা কৈরালার সঙ্গে প্রেমপর্ব শুরু হয় নানার। দু’জনের সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছিল যে স্ত্রী-র সঙ্গে আলাদা থাকতেও শুরু করেছিলেন নানা। মণীষা তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু নানা রাজি হননি।
১৯৯৯-এ ‘কোহরাম’ ছবির কাজ শুরু হয়। সেই ছবিতে আয়েষা জুলখার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন নানা পটেকর। এমনকী, মণীষা নাকি নানাকে তাঁর ঘরে আয়েষার সঙ্গে হাতে নাতে ধরেছিলেন। সেই সময়ে আয়েষাকে গালিগালাজও করেন তিনি।
এখান থেকেই মণীষা ও নানা-র সম্পর্কে চিড় ধরতে শুরু করে। পরে অবশ্য আয়েষার সঙ্গেও সম্পর্ক টিকে থাকেনি। অন্য দিকে স্ত্রী নীলকান্তির সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও আলাদা থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন নানা পটেকর।
/জেএন