1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যৌন হেনস্থায় এবার মুখ খুললেন নানা পাটেকার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

যৌন হেনস্থায় এবার মুখ খুললেন নানা পাটেকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ সেপটেম্বর, ২০১৮

বিনোদন,ডেস্ক: রাধিকা আপ্তে, কঙ্গনা রানাওয়াতের পাশাপাশি সাহস দেখালেন প্রাক্তন মিস ইণ্ডিয়া ইউনিভার্স তুনশ্রী দত্ত৷ সম্প্রতি নিজের যৌন হেনস্থা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন তুনশ্রী৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন হলিউডে #MeToo movement শুরু হওয়ার আগেই তিনি বলিউডে নিজের হেনস্থা নিয়ে কথা বলেছিলেন৷ তাঁর কথায়, “লোকজন আমাকে প্রায়ই জিজ্ঞেস করে যে বলিউডে কিংবা এই দেশে কেন #MeToo movement শুরু হচ্ছে না৷ শুরু হবেও যতদিন না তুমি আমার ঘটনাটার বিষয়বস্তু জানতে পারবে৷”

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শ্যুটিং চলাকালীন তাঁর সঙ্গে নানা পাটেকার দুর্ব্যবহার করেছিলেন৷ এমনই অভিযোগ নিয়ে তনুশ্রী জানান, “আইটেম সংয়ের শ্যুটিং চলছি৷ আমার কাঁধে হাত রেখে এদিক ওদিক ধাক্কা মারছিলেন উনি৷ কোরিওগ্রাফারকে বসিয়ে দিয়ে আমায় নাচ শেখানোর চেষ্টা করছিলেন৷ আমি যখন ছবির নির্মাতাদের জানাই যে নানা পাটেকার আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন৷ তাঁরা আমার কথা না শুনে উল্টে নানাকে কথাটা গিয়ে বলে দেয়৷”

নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শুনে গণেশ আচার্য সম্পূর্ণ অস্বীকার করে জানান, সেটে এমন কিছুই হয়নি৷ গণেশ আচার্যই সেই গানের কোরিওয়গ্রাফির দায়িত্বে ছিলেন৷ দু-তিনদিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম সবকিছু উত্তাল৷

চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে৷ সেখানেই অবশেষে মুখ খুললেন নানা পাটেকার৷ ‘মিরর নাও’ এ দেওয়া টেলিফনিক সাক্ষাৎকারে নানা গোটা বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন৷ তাঁর কাছে পুরো ব্যাপারটাই মিথ্যে অভিযোগ বলে জানিয়েছেন তিনি৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST