1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যে সাত লক্ষণ,আপনার সঙ্গী অন্য কারও হয়ে উঠল কিনা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

যে সাত লক্ষণ,আপনার সঙ্গী অন্য কারও হয়ে উঠল কিনা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: স্বাভাবিকভাবেই আপনার সঙ্গীকে আপনিই সবথেকে ভাল চেনেন। তার ওঠা-বসাই আপনাকে বুঝিয়ে দেয়, সে কেমন আছে, কি ভাবছে ইত্যাদি। কিন্তু এমনও হয় যে সেই চেনা মানুষটাই হঠাৎ করে অচেনা হয়ে ওঠে। তখনই শুরু হয় সন্দেহ, আর তার থেকে অশান্তি। তবে সবসময় এইভাবে অহেতুক সন্দেহ না করে, বোঝার চেষ্টা করা উচিৎ যে আপনি যা ভাবছেন সেটা আদৌ সত্যি কিনা। তার কিছু উপায়ও রয়েছে:

আপনি আগে দেখেছেন আপনার পার্টনার আপনার সঙ্গে যৌনতায় বিশেষ উৎসাহী। হঠাৎ, কিছুদিন ধরে যেন সেরকমটা আর নেই। বিছানায় তেমন উৎসাহ পাচ্ছেন না। তাহলে বুঝতে হবে অন্য কোথাও সেই উৎসাহ খুঁজ পেয়েছেন তিনি।

টেক্সটের উত্তর নেই:

কাজের জন্য ফোন ধরার সময় হয়ত নাও হতে পারে। তবে টেক্সট বা হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট উত্তর দেওয়া যেতে পারেই। অন্তত আগে তেমনটাই হত। কিন্তু, ইদানিং দেখছেন মেসেজ দেখা হচ্ছে না অনেকক্ষণ ধরেই। দেখলেও উত্তর নেই। তবে কি কাজের বাইরে অন্য কোথাও ব্যস্ত উনি? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

বাড়ছে খরচ:

সংসার খরচ চালান দু’জনে মিলেই। এমনিতে বেশ সচ্ছল অবস্থা। তবে ইদানিং দেখছেন টাকায় বেশ টান পড়ছে। কোথা থেকে টাকা খরচ হয়ে যাচ্ছে হিসেব পাচ্ছেন না। ভেবে দেখুন,আপনার সঙ্গী অন্য কোথাও টাকা খরচ করছে না তো?

গিফটের বন্যা:

কোনও অনুষ্ঠানে উপহার দেওয়ার মধ্যে দোষের কিছু নেই। তেমনটা তো হয়েই থাকে। তবে, হয়ত দেখলেন কোনও কথা নেই, বার্তা নেই হঠাৎ একটা সারপ্রাইজ গিফট, অতিরিক্ত ভালবাসা, এসব কিন্তু সন্দেহের কারণ হয়ে দাঁড়াতে পারে। হয়ত কোও অপরাধবোধ থেকেই এইসব উপহার। এমনটা হলে সঙ্গীকে ভালভাবে অবজার্ভ করার চেষ্টা করুন।

দূরত্ব:

আপনার সঙ্গী কি হঠাৎ খুব ‘মুডি’ হয়ে উঠেছে? সবসময় ঠাণ্ডা মেজাজ? তাহলে সন্দেহের অবকাশ আছে বটে। হয়ত দেখলেন বাড়ি ফিরেও বাড়িতে মন নেই। বারান্দায় চুপচাপ বসে আছে কিংবা ফোনের দিকে একদৃষ্টে তাকিয়ে। অর্থাৎ, মন অন্য কোথাও।

হবি পরিবর্তন:

টিভিতে কোনও শো দেখা হয়ত আপনার সঙ্গী আগে পছন্দ করতেন না, এবার দেখছেন সেই শো’র দিকেই হাঁ করে তাকিয়ে আছেন তিনি। এটা একটু অদ্ভুত। হয়ত অন্য কারও জন্য ওই বিষয়ে উৎসাহ পেয়েছেন তিনি।

ভুলো মন:

আনতে বললেন চাল, এনে দিল বিস্কুট। এক-দু’দিন হলে ঠিক আছে। কিন্তু নিয়মিত এমনটা হওয়া তো ঠিক নয়। কেন বারবার এরকম হচ্ছে, সেটা খতিয়ে দেখতে হবে।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST