1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যে কোন সময়ে বড়সড় জঙ্গি হামলা!! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

যে কোন সময়ে বড়সড় জঙ্গি হামলা!!

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ জুলা, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: নিয়ন্ত্রণ রেখার কাছে লুকিয়ে ১০ জঙ্গি৷ যারা যে কোনও সময়ে অমরনাথ যাত্রীদের উপর হামলা চালাতে পারে৷ পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে তৈরি ২ জঙ্গি গোষ্ঠীর ১০ জঙ্গি৷ ভারতীয় তদন্তকারী সংস্থার দাবি, লস্কর-এ-তোয়েবা ও হিজবুল জঙ্গি গোষ্ঠী হামলা চালাবে৷ জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে জঙ্গিরা৷ কেন্দ্রকে ইতিমধ্যেই সাবধান করেছে আইবি৷

আইবি সূত্রের দাবি, জম্মু-কাশ্মীরের কেল,আথমুকাম,দুধনিয়াল,লিপা উপত্যকায় লস্কর,হিজবুল জঙ্গিরা সন্ত্রাসের ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে৷ অমরনাথ তীর্থযাত্রীদের টার্গেট করেই হামলা চালাবে জঙ্গিরা৷ জম্মু-কাশ্মীরের চুরসু ও সঙ্গমের জাতীয় সড়কে হামলা চালানোর সম্ভাবনা৷ এখানেই শেষ নয়, ভারতীয় নৌ সেনা ঘাঁটিগুলিও জঙ্গিদের নিশানায়৷

লস্কর,হিজবুল আইএসআইয়ের ছত্রছায়ায় নিরাপদে বেড়ে ওঠা জঙ্গি সংগঠন৷ পাকিস্তানের ভাওয়ালপুরে আইএসআইয়ের ঘাঁটিতে ২ জঙ্গি সংগঠনের ১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও খবর৷ ১০ জঙ্গির কাছেই রয়েছে অত্যাধুনিক অস্ত্র৷ যা জলের তলায় সমান সক্রিয়৷ ১০ জনই কমান্ডোর সমান প্রশিক্ষণ প্রাপ্ত৷ সবমিলিয়ে শক্ত হামলা আছড়াতে পারে তীর্থযাত্রীদের উপর৷ নৌঘাঁটি বাড়তি সতর্কতা থাকলেও, অমরনাথ যাত্রীদের সুরক্ষায় বিশেষ বাহিনী গঠন করার পরমার্শ আইবির৷ বিশেষ পর্যবেক্ষক দল রাখার কথা ভারতীয় সেনাকে জানিয়েছে আইবি৷

ITBP, CRPF, ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশকে আলাদা ভাবে প্রস্তুতির পরামর্শ দিচ্ছে তদন্তকারী সংস্থা৷ প্রত্যেক বাহিনীকে অমরনাথ যাত্রী সুরক্ষায় বিশেষ নজর রাখার কথা জানিয়েছে৷ সবমিলিয়ে হাই অ্যালার্ট জারি জম্মু-কাশ্মীরের অমরনাথ যাত্রী সুরক্ষায়৷ সজাগ ভারতের নৌ ঘাঁটিগুলিও৷

নিজস্ব প্রতিবেদক: এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST