খবর২৪ঘণ্টা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ইশতেহারের প্রতিশ্রুতি রঙিন বেলুন। যদি তারা ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে চুপসে যাবে। নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলীক স্বপ্ন তুলে ধরছে তারা। এর কোনো বাস্তবতা নেই।
তিনি বলেন, বিএনপি বা ঐক্যফ্রন্টের ইশতেহারে তারা যদি বলে যুদ্ধাপরাধীদের বিচার করবে, এটা তো বছরের সেরা কৌতুক। ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। বিএনপির ক্ষমতায় যাওয়া এত সহজ? সিংহাসন একবার হারালে ফিরে পাওয়া এত সহজ না।
মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সিংহাসনটাকে যদি কেউ ময়ূর সিংহাসন ভাবে, ময়ূর সিংহাসন ভেবে ক্ষমতার অপব্যবহার করে, দুর্নীতি করে, লুটপাট করে, হাওয়া ভবন করে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়- তাহলে তাদের আবার ক্ষমতা যাওয়া দুঃস্বপ্নের নামান্তর।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন ও চৌদ্দগ্রামের কাশিনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন প্রমুখ।
খবর২৪ঘণ্টা, জেএন