খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে রেল মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের গাড়িতে ধাক্কায় দিয়েছে অগ্রদূত পরিবহনের একটি বাস। দুর্ঘটনায় যুগ্ম সচিব আহত না হলেও তার গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। বাসটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে যুগ্মসচিবের নাম জানা যায়নি।
সোমবার সকালে কল্যাণপুরে এই দুর্ঘটনা ঘটে।
মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা আফরোজ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (বর্তমানে রেল মন্ত্রণালয়ে কর্মরত) সকালে গাড়িতে করে অফিস যাচ্ছিলেন। কল্যাণপুরে আসার পর একটি বাস তার প্রাইভেটকারটিতে ধাক্কা দেয়। এতে কারটির পেছনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের ধাক্কায় যুগ্মসচিব আহত না হলেও তার কারের চালক গুরুতর আহত হয়েছে। পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মাহমুদা আফরোজ আরও জানান, দুর্ঘটনার পর চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।
খবর২৪ঘন্টা/নই