খবর২৪ঘণ্টা.কম: আজ শনিবার ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় ঐক্যের সমাবেশে সরকার বাধা দেবে না বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে ঢাকা থেকে কক্সবাজার সড়কযাত্রার উদ্বোধনীতে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, কেউ ঢাকায় সমাবেশ করতে চাইলে সরকার বাধা দেবে না। যুক্তফ্রন্টের সমাবেশেও সরকার বাধা দেবে না। তবে, সমাবেশের নামে কেউ যদি সহিংসতা সৃষ্টি করে তাহলে তাদেরকে কঠোরহাতে দমন করা হবে। আমরা আশা করি, যুক্তফ্রন্ট শান্তিপূর্ণ সমাবেশ করবে।
এসময় তিনি আগামী নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
খবর২৪ঘণ্টা.কম/জেএন