খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: যানবাহনের ফিটনেস পরীক্ষার জন্য দেশজুড়ে আরও ফিটনেস সেন্টার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে ফিটনেস সেন্টার স্থাপনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ (বিআরটিএ) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।
খবর২৪ঘন্টা/নই