খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ যশোর-৪ আসনের এমপি রণজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে তার নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।
মঙ্গলবার সকালে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে যশোর শহরের বাসভবন থেকে এমপি ও তার পরিবারের সাত সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। যবিপ্রবি’র জিনোম সেন্টারে বিশেষ ব্যবস্থায় দ্রুত সেসব পরীক্ষা করে রাতে এমপি রণজিত কুমার রায়ের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
এমপি’র ছেলে রাজিব রায় জানান, তার বাবাকে মঙ্গলবার সকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলো। এ হাসপাতালেই তার চিকিৎসা চলবে। প্রয়োজনে পরবর্তীতে ঢাকায় নেয়া হতে পারে।খবর২৪ঘন্টা /এবি