খবর ২৪ঘণ্টা ডেস্ক:যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৫ জন শিশু ও দুই জন নারী রয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশু মারা যায়।
হাসপাতালের চিকিৎসক ওহেদুজ্জামান আহাদ জানান, আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় আলেক (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হন।
খবর ২৪ঘণ্টা/ নই