খবর২৪ঘণ্টা ডেস্ক:যশোরের অভয়নগর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত শহিদুল মাদক ব্যবসায়ী ছিলেন। পুলিশের দাবি, গতকাল রোববার রাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল মারা যান।
আজ সোমবার সকালে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশ থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত শহিদুল ইসলাম যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের নূর ইসলাম খাঁর ছেলে।
ওসি শেখ গণি মিয়া বলেন, গতকাল রাতে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলছিল। খবর পেয়ে পুলিশ দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। এ সময় চেঙ্গুটিয়া এলাকার যশোর-খুলনা মহাসড়কের পাশে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাইপগানের দুটি গুলি এবং ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
আজ সকাল ৬টা ২০ মিনিটে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শহিদুল ইসলামের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
ওসি শেখ গণি মিয়া বলেন, শহিদুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে অভয়নগর থানায় ১০টিরও বেশি মাদকের মামলা রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ