শেরপুর(বগুড়া)প্রতিনিধি: যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট শিল্পপতি ও বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে বগুড়ার শেরপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই শনিবার বেলা ২টায় দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর ইসলামের আয়োজনে শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া পাঠ করান শেরপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এজাজ উদ্দিন। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, মাইটিভি’র প্রতিনিধি শামীম সরকার বিদ্যুৎ, ভোরের পাতার প্রতিনিধি সৗরভ অধিকারী শুভ, আনন্দটিভি’র প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি পরিমল বসাক, ভোরের দর্পণ প্রতিনিধি শফিকুল ইসলাম বাবলু, তৃতীয়মাত্রার প্রতিনিধি আবু বকর সিদ্দিক, উত্তর দর্পণ প্রতিনিধি মোজাফফর আলী, দৃষ্টিপ্রতিদিন প্রতিনিধি মো. রায়হান,সমাজসেবক রাশেদুল ইসলাম রাজু, রুহুল আমীন, ফাহিম ফকির শাহীন প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই