নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার বিভিন্ন স্থানে গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী ও স্বাস্থ্যবিধির উপর সড়ক পরিবহন আইনে ভ্রম্যমান আদালতের অভিযানে ৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট
পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট, নির্বাহী ম্যাজিস্টেট, মোটরযান পরিদর্শক বিআরটিএ ও পুলিশ বিভাগের প্রতিনিধি। ৪ টি মামলায় ৯,১০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের জন্য ১ সিটে ১ যাত্রী বসিয়ে ডাবল ভাড়া নির্ধারণ করা হয়। আজ থেকে গণপরিবহনে যত সিট তত যাত্রী ও পূর্বের ভাড়া নির্ধারণ করা হয়।
এমকে