1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর অবদান সবাই স্মরণ করবে : মেয়র লিটন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০:০২ অপরাহ্ন

যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর অবদান সবাই স্মরণ করবে : মেয়র লিটন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বাঙালি জাতিকে নেতৃত্বশূণ্য করার জন্যে আজকের দিনে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নৃসংশভাবে হত্যা করা হয়। কুচক্রি মহল হয়তো জানতো না, বঙ্গবন্ধুকে হত্যা করা গেলেও তার আদর্শকে কোনো দিন হত্যা করা যায় না, মুছে ফেলা যায় না।’ বুধবার সকালে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকীকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পন ও বিশাল শোক র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর অবদান থাকবে, মানুষ শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করবে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।

জানা গেছে, জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকীকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পন ও বিশাল শোক র‌্যালির আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। বুধবার সকাল পৌনে ১০টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বিশাল শোক র‌্যালি। রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি সাহেব বাজার, মনিচত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।সংক্ষিপ্ত সমাবেশের আগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST