ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খায়রুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খাইরুল একজন গরু ব্যবসায়ী ও তার বাড়ি উপজেলার গোবরাকুড়া গ্রামে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নম্বর মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খায়রুল মঙ্গলবার রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার গাছুয়াপাড়ায় বিএসএফের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় খায়রুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।
বিজিবির গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক সীমান্তে এক ব্যক্তি নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের কমান্ডিং অফিসার ঘটনাস্থলে আসছেন। তিনি এলে বিস্তারিত বলতে পারবো।
জেএন