খবর২৪ঘণ্টা, ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলামিন (২২) ও হাফিজুল (২০)। তাদের ত্রিশাল বাড়ি উপজেলার রায়মনি গ্রামে।
ত্রিশাল থানার ওসি আজিজুল হক জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
খবর ২৪ঘণ্টা/ জেএন