1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ম্যারাডোনার হাঁটু প্রতিস্থাপন করাতে হবে - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

ম্যারাডোনার হাঁটু প্রতিস্থাপন করাতে হবে

  • প্রকাশের সময় : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা স্পোটর্স ডেস্কঃ 

ম্যারাডোনার ডাক্তার জারমান ওচোয়া নিশ্চিত করেছেন যত দ্রুত সম্ভব হাঁটু প্রতিস্থাপন করতে হবে এই কিংবদন্তিকে। নইলে হয়ে যেতে পারেন পঙ্গু। বল পায়ে জাদু দেখিয়েছেন ক্যারিয়ারজুড়ে। ডিয়েগো ম্যারাডোনার সেই পা দুটিই চলছে না আর? মেক্সিকান ক্লাব দোরাদোসের অনুশীলনে দেখা গিয়েছিল রীতিমতো খুঁড়িয়ে হাঁটছেন তিনি। সহকারী কোচ লুইস ক্যাম্পোসের হাত ধরে মাঠ ছেড়েছিলেন কদিন আগে। সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর আইনজীবী মাতিয়াস মোরালা জানিয়েছিলেন পুরনো বাতের ব্যথা মাথাচাড়া দিয়েছে আবারও। এ জন্য রাশিয়া বিশ্বকাপের আগে পায়ে ইঞ্জেকশন নিয়েছিলেন তিনি। এরপর কলম্বিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাতে কাজ হয়নি। ম্যারাডোনার ডাক্তার জারমান ওচোয়া নিশ্চিত করেছেন যত দ্রুত সম্ভব হাঁটু প্রতিস্থাপন করতে হবে এই কিংবদন্তিকে। নইলে হয়ে যেতে পারেন পঙ্গু।

ম্যারাডোনার অর্থোপেডিক সার্জন জারমান ওচোয়ার ২০০৪ সালে ম্যারাডোনার অস্ত্রোপচার করেছিলেন। বিশ্বকাপের আগে বাতের ব্যথার ইঞ্জেকশনও দিয়েছেন তিনি। ওচোয়ার পরামর্শ দুটি হাঁটুই প্রতিস্থাপন করতে হবে ম্যারাডোনার, ‘গেঁটে বাতের ব্যথাটা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে ম্যারাডোনার। পায়ের হাড়গুলো ঘষা খাচ্ছে একে অন্যের সঙ্গে লেগে। পা ফুলেছে অনেকটা আর ব্যথা কমেনি। অস্ত্রোপচার করাতেই হবে হাঁটুতে।’

৫৭ বছর বয়সী ম্যারাডোনা মেক্সিকান ক্লাব দোরাদোসের অনুশীলনে কাটান ২০ বছরের তরুণের মতোই। কখনো ডাইভ দিয়েছেন ভেজা ঘাসে তো কখনো বল নিয়ে ছুটছেন খেলোয়াড়দের সঙ্গে। ব্যথাটা এ জন্যই বেড়েছে আরো। তবে অস্ত্রোপচার করাবেন কি না কিংবা করালেও কবে সেই সিদ্ধান্ত তাঁর ডাক্তার জারমান ওচোয়া নিতে বললেন ম্যারাডোনাকেই, ‘ওর হাঁটুতে আর কোনো কার্টিলেজ অবশিষ্ট নেই। বাতের ব্যথা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। কয়েক বছর ধরে বাতের ব্যথায় ভুগছে ম্যারাডোনা। হাঁটু প্রতিস্থাপন করাবে কিনা সিদ্ধান্ত নিতে হবে ম্যারাডোনাকেই।’

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST