মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় মোহনপুর বসন্তকেদার বালিকা উচ্চ বিদ্যালয় চত্তরে ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের নবীন বরন ও এসএসসি পরীর্ক্ষাথীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে- আলম সিদ্দিকী মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন সহকালী শিক্ষক ফয়সাল মাহমুদ কিরণ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫৪,পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন তিনি তাঁর বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করেন নিরলস পরিশ্রম করছেন তাই প্রধানমন্ত্রী উন্নয়নের কারিগর। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে কঠোর পরিশ্রম দ্বারা মেধাকে কাজে লাগানোর পরার্মশ দেন।
বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস,উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন,ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার, এসডিপি নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম, যুবলীগের নেতা শেখ ফরিদ, হাবিবুর রহমান হাবিব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাকিব,ছাত্রলীগের সাধারন সম্পাদক মোরশেদ আলমসহ শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ