মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা এ.কে উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় মোহনপুর ধোপাঘাটা এ.কে উচ্চ বিদ্যালয়ে চত্তরে ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের নবীণ বরণ ও এসএসসি পরীর্ক্ষাথীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোনায়েম সরদার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫৪,পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন ।
বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুল আজিজ,প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউপি আ”লীগের সভাপতি হযরত আলী, যুবলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. শাহিন শাহ, রিপন আলী, মোস্তাফিজুর রহমান ইন্টু, ছাত্রলীগের সাধারন সম্পাদক মোরশেদ আলমসহ শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল কদ্দুস ও শাহাদৎ হোসেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ