মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার হাসানিয়া তামিরুল মিল্লাত আলিম মাদারাসার নবীন বরন, দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় মোহনপুর হাসানিয়া তামিরুল মিল্লাত আলিম মাদারাসার চত্তরে নবীন বরন ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভনিং বর্ডির কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান । স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়্রাম্যান অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল- হালিম,অফিসার ইনর্চাজ(ওসি) এসএম আবুল কাশেম আজাদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুকতাদ্দির আহম্মদ, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান মাহবুর রশিদ, উপধাক্ষ্য আব্দুল মতিন, সিনিয়র সহকারী শিক্ষক গোলাম মোস্তফা বাবলু, সহকারী শিক্ষক আব্দুল কাদের মোল্লা প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মতিউর রহমান পায়েল।
খবর২৪ঘণ্টা.কম/নজ