মোহনপুর প্রতিনিধি : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে“ক” র্সাকেল রাজশাহী ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম, পরির্দশক খন্দকার নাজিম উদ্দিন নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাকশিমইল গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংড়া হাবিবুরকে গ্রেফতার করেন।
মামলাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বাকশিমইল পূর্বপাড়া গ্রামে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা কালে আফসার আলী ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে ল্যাংড়া হাবিকে ৫৬ পিচ ইয়াবাসহ আটক করে ওই সময় মৃত ঝরু মন্ডলের ছেলে শফিকুল ইসলাম ওরফে (গাঁজা) শাফি পালিয়ে যায়।মাদকদ্রব্য পরিদর্শক পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মাদকনিয়ন্ত্রণ আইনে, ২ জনকে আসামী করে নিয়মিত মামলা দায়ের করেন।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এস,এম আবুল কাশেম আজাদ জানান, মাদক ব্যবসায়ী হাবিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দীর্ঘদিন পলাতক ছিল । আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।