রাজশাহী (মোহনপুর) প্রতিনিধিঃ
মোহনপুর থানার উপ -পরির্দশক রুহুল আমীন সহকারী উপ- পরিদর্শক মাসুদ ইকবাল নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জাহানাবাদ ইউনিয়নের তাহেরপুর পাকুড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল রানা (২৩) কে গ্রেফতার করেন।
মামলাসূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাকুড়িয়া তাহেরপুর গ্রামে বাদশা মিলমালত এর বাড়ীতে অভিযান পরিচালনা তার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল রানাকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে। ওই সময় আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হোসেন জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ২ জনকে আসামী করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সোহেল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব