মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলা ৪ লক্ষ ৮০ হাজার হোরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ।
থানা সূত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভা এলাকায় মরগা বিল এলাকা দিয়ে মাদকের একটি চালান পাশ্ববর্তী বাগমারা উপজেলায় যাবে উক্ত তথ্যের ভিত্তিতে অপসঃ এন্ড ইন্টেলিজেন্স সেল-৪ এ পিবি এন বগুড়া এর এস আই আতাউর রহমানের নেতৃত্বে মরগা বিল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই সময় বাগমারা উপজেলার বুজরুককোলা গ্রামের মৃত জব্বার মোল্লা ছেলে মামুনুর রশিদ(৪২) তার নিজ গ্রাম বুজরুককোলা উদ্যোশে অটোরিক্্রা যোগে রওনা দেয় পূর্বে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার বেলা পৌনে চারটার দিকে আর্মড পুলিশ দল মরগা বিলে রাস্তার পাশে অবস্থান নিলে মাদক ব্যবসায়ী পুলিশ দেখে দৌড়ে পালানো চেষ্ঠাকালে তাকে আটক করে।ওই সময় মাদক ব্যবসায়ীয় দেহ তল্লাশী চালিয়ে তার বাম পকেটে সাদা পলিথিনের প্যাকেটে পাউডার জাতীয় পর্দাথ ৪৮ গ্রাম হোরোইন জব্দ করে।
মোহনপুর থানার অফিসার ইনচ্র্জা (ওসি) এসএম আবুল কাশেম আজাদ জানান, মাদকদ্রব্যে আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে মঙ্গলবার আসামী মামুনুর রশিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ ঘন্টা/নই