মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুরে ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরন ধর্ষণ মামলা দায়ের করেছেন। গত বৃৃহম্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল খালেক নেতৃত্বে রুবেলকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার গোছা গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে নানা বাড়ী থেকে ৮ম শ্রেনীতে লেখাপড়া করত সে সুবাধে আতানারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী
কাম- প্রহরী আউটসোসিং পদে কমরত ও আতানারায়পুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে রুবেল হোসেন (৩০) স্কুলে
যাওয়া আসার সময় ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ বিয়ের প্রলোভন দিয়ে দিয়ে আসছিল। গত ৬ নভেম্বর বিকাল আনুমানি ৪ টার দিকে ভিকটিমের গোছা গ্রামে নানার বাড়ীতে আসে রুবেল সেই সময় বাড়ী ফাঁকা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিবাহ প্রলোভনে
ভিটটিমকে নিয়ে পরিবারের কাউকে না জানিয়ে লম্পট রুবেলের প্রতিবেশী চাচা মৃত মেছের আলী ছেলে বাবু সহযোগিতায় বায়া পবা রাজশাহী মহানগর এ বাসা ভাড়া নিয়ে মিথ্যা বিবাহের প্রলোভনে ধর্ষণ করে। পরিবারে লোকজন
আত্নীয় স্বজনের বাড়ীতে খোঁজাখুজি করে না পেয়ে ৮ নভেম্বর ভিটটিমের পরিবারে লোকজন বিবাহের কথা বলে তাকে
উদ্ধার করে রুবেল কৌশলে পালিয়ে যায়। শুক্রবার ভিকটিমকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা
হয়েছে। মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) আবুল হোসেন জানান, আসামী রুবেল এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার কোর্ট পরিদর্শক মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে
প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, /জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।