মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া মোড়ে বালিবাহী ট্রাক এর চাকায়পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছে। সোমবার ২১ শে এপ্রিল সকাল আনুমানিক ৯ টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি সইপাড়া (পশ্চিম পাড়া) ময়েজ শাহ (ভেলু) এর ছেলে আব্দুল হান্নান শাহ(৩৫) জানা যায় বালিবাহী ড্যামট্রাক আঞ্চলিক মহাসড়ক দিয়ে রাজশাহী হতে নওগাঁর অভিমুখে যাওয়ার পথে মোহনপুর উপজেলাধীন সইপাড়া মোড়ে পথচারী হান্নান ড্যামট্রাকের চাকায়পিষ্ট হয়ে ঘটনাস্হলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান বলেন কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএ..