মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলায় মেধাবী শিক্ষাথীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার(র্ভাক) আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় উপজেলা হলরুমে র্ভাকের উপ- নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম তিনি তাঁর বক্তব্যে প্রদানে বলেন র্ভাক এনজিও ক্ষুদ্র ঋণ কাযক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে জনকল্যাণে যে অবদান ররেখে চলছে তা অত্যন্ত মহৎ কাজ ও গৌরবের বিষয়।
দরিদ্র শিক্ষাথীদের বৃত্তি প্রদান করে তাদেরকে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সুযোগ করে দেয়া হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষাবৃত্তি মেধাবীদের জন্য এক ধরনের প্রণোদনা এবং অনুপ্রাণিত করার মাধ্যম। শিক্ষা হলো জ্ঞান আহরণের সুযোগ,সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য মেধাবীদের আহ্বান জানান তিনি। স্বাগত বক্তব্য প্রদান করেন ভার্ক মোহনপুর এরিয়ার সহ-সমন্বয়কারী ইলিয়াছ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মির্জা ইমাম উদ্দিন, অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ওসি তদন্ত আফজাল হোসেন, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুকতাদ্দির আহম্মদ,প্রধান শিক্ষক শহিদুল আলম,ভার্ক শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমানসহ কর্মকর্তা শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
র্ভাক পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তার উপজেলার ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে প্রত্যেকে ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই