নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে উপজেলা যুবদলের সভাপতি বাচ্চু রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দুই পায়ে গুলি করেছে এমপি আয়েনের ভাগ্নে ছাত্রলীগ নেতা সেতুসহ কয়েকজন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কেশরহাট ও মোহনপুরের মাঝামাঝি রাস্তার কোনো এক স্থান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মোহনপুর উপজেলা যুবদলের সভাপতি বাচ্চু রহমান কেশরহাট থেকে মোহনপুর ফিরছিলেন। পথে বর্তমান এমপি ও নোকার প্রার্থী আয়েন উদ্দিনের আপন ভাগনে ছাত্রলীগ ক্যাডার সেতু, খোকন বাহিনীর নেতৃত্বে প্রায় ৫টি মাইক্রোবাস সহ ৩০-৩৫টি মোটরসাইকেল
যোগে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা থেকে বাচ্চুকে তুলে নিয়ে গিয়ে পৈশাচিক কায়দায় হত্যার উদ্দেশ্যে নির্যাতন করে এবং তার দুই পায়ে একাধিক গুলি করে। একপর্যায়ে তাকে মৃত মনে করে ফেলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গুলিবিদ্ধ যুবদল সভাপতি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। আরো জানানো হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে রাজশাহীর-৩ আসনে (পবা-মোহনপুর) আসনে নৌকা প্রার্থীসহ তার কর্মী সমর্থকরা একের পর এক ধানের শীষ প্রার্থীর সমর্থকদের উপর জুলুম নির্যাতন করছে। বর্তমানে মোহনপুর সহ এ আসনের ধানের শীষ প্রতীকের নেতাকর্মী,
সমর্থক সহ সাধারণ জনগণ ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও পবা-মোহনপুর আসনের বিএনপির এমপি প্রার্থী শফিকুল মিলন তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘন্টা/আর