মোহনপুর প্রতিনিধিঃ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা রহতুল্লাহ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে এগারটায় গোছা বাজার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, আলমগীর মোরশেদ রনজু, সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
রাজশাহী মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা গ্রামের মৃত বরকতুল্লাহ মোল্লা ছেলে বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ মোল্লা শুক্রবার দিবাগত রাত্রী ৩ টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……ওয়া রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর । মৃত্যুাকালে স্ত্রী,২ ছেলে, নাতী,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোকসপ্ত পরিবারে সমবেদনা জানিয়ে আত্নার মাগফেরাত কামনা করেছেন। রাজশাহী ৫৪, (পবা মোহনপুর)-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন,সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ সহসকল মুক্তিযোদ্ধা।
খবর২৪ঘণ্টা.কম/নজ