রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল পৌনে ৪ টার দিকে উপজেলার একটি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে মোহনপুর বাজারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম এর সাথে মোহনপুর থানার নারী পুলিশ সদস্য শান্তনা মহন্ত ও সাথী রানী শীল এর তর্ক-বিতর্কের এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় নারী পুলিশ সদস্য শান্তনা মহন্ত মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগমের কামড়ে আহত হয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। পরে তার দায়েরকৃত মামলায় হাবিবা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, থানার নারী পুলিশ সদস্যদের হাবিবা মারধোর করে কামড় দিয়ে আহত করে। এঘটনায় নারী পুলিশ সদস্যের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিএ…