মোহনপুর প্রতিনিধিঃ সাংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচির আওতায় স্বাধীনতা কাপ ভলিবল টুনামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ৪ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শতফুল বাংলাদেশ এর অর্থায়নে মোহনপুর ক্রীড়া সংস্থার পরিচালনায় স্বাধীনতা কাপ ভলিবল টুনামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম। প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা, ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, আল আমিন বিশ্বাস ,খলিলুর রহমান, প্রধানশিক্ষক শহিদুল আলম,প্রচার সম্পাদক খ. ম শামসুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, সহ- দপ্তর সম্পাদক আয়নাল হক,উপজেলা যুব লীগের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী মোল্লা, বাকশিমইল ইউপি আওয়ালীগের সভাপতি সহকারী অধ্যঅপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অমোহাম্মদ আলী দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার। ৪০-৩৩ পয়েন্ট মোহনপুর উপজেলা পরিষদ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মৌগাছি ইউনিয়ন পরিষদ ভলিবল দল। ধারাভাষ্য ছিলেন প্রভাষক আমজাদ হোসেন, রেফারী দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আমিনুল হক।
খবর২৪ঘণ্টা.কম/নজ