মোহনপুর প্রতিনিধি: “নারী ও বালিকাদের ক্ষমতায়ন,হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন” এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী মোহহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা ও মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয় সুইড বাংলাদেশ বিশ্ব অটিজম সচেতন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১০ টায় মোহনপুর উপজেলা নির্বাহী আনোয়ার-উল- হালিমের সভাপতিত্ব। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ । বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গৌতম কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান রাসেল, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম,মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধি অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী পরিচালক সানজিদা রহমান রিক্তা,প্রধান শিক্ষক শারমিন আক্তার, সহকারি শিক্ষক জাকিয়া সুলতানা, আম্বিয়া খাতুন,জুনিয়র শিক্ষক সামিরা সুলতানা, রায়হানুজ্জামান, শিক্ষা সহকারী কুলসুম খানম কিসমত জাহান, রনজু আহম্মেদ, জয়নাল আবেদীন,হাবিবা বেগম প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ