নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বিয়ের প্রলোভন দিয়ে দশম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রীর বাবা বাদি হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার মাদ্রাসার ছাত্রীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠিয়েছে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার জনৈক ব্যক্তির মাদ্রাসা পড়ুয়া মেয়ে (১৬) একই গ্রামের শাহাজীপাড়ার মৃত নুরশেদ আলীর কলেজ পড়ুয়া ছেলে রাসেল হোসেন (২৬) বিয়ের প্রলোভন দিয়ে গত ২০১৯ সালের ২৫ নভেম্বর রাত সাড়ে ১০টার সময় ধর্ষণ করে।
ভিকটিমের বাবা জানান, বিষয়টি এলাকায় প্রকাশ পেলে বিয়ের জন্য রাসেল হোসেনকে বললে সে বিয়ে করতে অস্বীকার করে।রাসেল হোসেনকে অন্য মেয়ের সাথে বিয়ে দেয়ার জন্য মেয়ে খুঁজতে থাকেন তার পরিবারের লোকজন। বিষয়টি রাসেলের পরিবারকে জানানোর পরেও তারা কোন কর্ণপাত করেননি।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গত সোমবার ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামী রাসেল হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
আর/এস