নিজস্ব প্রতিবেদক :
মোহনপুর উপজেলার ধুরইল ইউপিতে সকাল থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন ধানের শীষ প্রতিকে ভোট প্রদানের জন্য গণসংযোগ ও প্রচারণা করেন। এসময় মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, জাহানাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ইসলাম আলী সরদার, রায়ঘাটি ইউনিয়ন বিএন’ির সভাপতি উজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক বেলাল, জেলা যুবদলের সভাপতি মুজাদ্দেদ জামানী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, জেলা যুবদলের প্রচার সম্পাদক নুরুল ইসলাম
রতন, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, যুবদলের সভাপতি বাচ্চু রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। গণসংযোগের সময় মিলন বলেন, যতই বাধা আসুক বিএনপি নির্বাচন ছেড়ে যাবেনা। যেকোন মুল্যে নির্বাচনী মাঠে থেকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, পোস্টার, ব্যানার ও ফেস্টুন এবং নির্বাচনী অফিস ভেঙ্গে বিএনপি’র ভোট কমানো যাবেনা। জনগণের মনের মধ্যে থেকে বেগম খালেদা জিয়ার নাম ও ধানের শীষ মুছে ফেলা যাবেনা।
খবর ২৪ ঘন্টা/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।