নিজস্ব প্রতিবেদক :
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১২টার সময় জাহানাবাদ ইউনিয়নের কুঠিবাড়ী বাজারে সভায় সভাপতিত্ব করেন জাহানাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, মহানগর বিএপি’র সাধারণ সম্পাদক রাজশাহী-৩ পবা মোহনপুর ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক সালাউদ্দিন, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর-রশিদ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষক দলের সাধারণ সম্পাদক রইস উদ্দিন, ছাত্রদলের সভাপতি শাহ্রিয়ার সাজ্জাদ, কেশরহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খুশবর আলী, জাহানাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমাজ উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান ইসলাম আলী সরদার, বিএনপি’র সিনিয়র নেতা ইসমাইল হোসেন, বিএনপি’র নেতা আইয়ুব আলী সরদার, আকবর হোসেন, আব্দুল মান্নান, আব্দুল হান্নান মাষ্টার, সাধারণ সম্পাদক আঃ হামিদ, সাবেক সভাপতি মতিউর রহমান, বিএনপি’র নেতা হযরত আলী, সাইদ, শামীম, মাসুদ রানা, আনাম, ভুট্টু, আওরঙ্গজেব ও সবুজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগটনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, এই সংসদ নির্বাচন হচ্ছে বিএনপি’র জন্য কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় জয়লাভ করে তিনবারের
সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম জিয়াকে মুক্ত করতে হবে। এছাড়াও গণগন্ত্র প্রতিষ্ঠাসহ জনগণের স্বাধীনতা ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই আন্দোলনে সকল নেতাকর্মীদের শরীক হওয়ার আহবান জানান। সেইসাথে ভোট সেন্টার পাহারা দেওয়ার পরামর্শ প্রদান করেন তিনি। উপস্থিত নেতৃবৃন্দ তাদর জীবন বাজি রেখে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট সেন্টার পাহারা এবং জনগণ যাতে করে ভোট কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থা করবে বলে অঙ্গিকার করেন।
খবর ২৪ ঘণ্টা/আর