মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলা কামারপাড়া নামকস্থানে বাসের চাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,মঙ্গলবার বিকাল ৫টায় দিকে ইউএসডিও পুঠিয়া উপজেলার এরিয়া ব্যবস্থাপক সদ্যবদলী হয়ে দিনাজপুর ইউএসডিও অফিসে যোগদানের জন্য রাজশাহী হতে মোটর সাইকেল যোগে দিনাজপুর উদ্যেশে রওনা দেন পথিমধ্যে কামারপাড়া মোড়ে আসা মাত্র নওগাঁ হতে রাজশাহীগামী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে এনজিও কর্মকর্তা মৃত্যু হয়। নিহত কর্মকর্তা ঠাকুরগাঁ জেলা সেহারী গ্রামের নেকমত উল্লাহ ছেলে হুমায়ন কবির (৩৬) । ঘাতক যাত্রীবাহী বাস জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আকটকৃত ড্রাইভার হলেন রাজশাহী শাহমখদুম মহল্লার মুক্তার হোসেন ছেলে মোখলেসুর রহমান।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এসএম আবুল কাশেম আজাদ, আটকৃত ড্রাইভার মোখলেস বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। নিহত হুমায়নের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।