মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলা ৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা হলরুমে শিক্ষা অধিদপ্তরে আয়োজনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম ।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন তিনি তাঁর বক্তব্যে বলেন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের বিজ্ঞান মনস্ক মেধা বিকাশের লক্ষে বর্তমান সরকার শৈশবকাল থেকে তাদেরকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চাচ্ছে। তিনি আরো বলেন শিশুদেরকে কম্পিউটার ও ইন্টারনেটের সাথে পরিচিতি ঘটানোর জন্য সরকার তৃণমূল পর্যায়ে এ সকল ডিজিটাল উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে বলে উল্লেখ করে , সরকার বর্তমানে বিদ্যালয় গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করাতে সক্ষম হয়েছে। গুনগতমান উন্নয়ন সরকারে বড় চ্যালেঞ্জ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন করিবাজ, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্র্যাক্টর শফিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা, ইসরাত জাহান, প্রধান শিক্ষক শহিদুল আলম।
খবর২৪ঘণ্টা.কম/নজ