নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বাদশা মিয়া (৪৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটক প্রতারক রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া গাঙ্গোপাড়া গ্রামের মৃত নায়েব উল্লাহর ছেলে। মোহনপুর থানা পুলিশ তাকে আটক করে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, মোহনপুর উপজেলার ভিমপুর পালশা গ্রামের মৃত কুরান কারিগরের ছেলে ছুরাব আলীল সাথে গত ৭ মাস আগে রেহেনা বিবির বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে চলতি মাসের ১ তারিখে অভিযোগকারীর স্বামী তাকে তালাক প্রদান করে। এরপর তিনি গত ২ তারিখে থানায় একটি অভিযোগ করে।
অভিযোগকারী রেহেনা ৪ তারিখে ছুরাব আলী কারিগর ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অপর একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে উভয় পক্ষ পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায়ের জন্য উভয়ের অভিযোগ নিষ্পত্তির স্বার্থে ৬ তারিখে মোহনপুর থানার কমিউনিটি পুলিশিং গোলঘরে বসে উভয় পক্ষের উপস্থিতিতে ৮০ হাজার টাকা দেনমোহর বাবদ ও অভিযোগকারীর সাংসারিক আসবাবপত্র তালিকা মূলে বুঝিয়ে নিয়ে উভয় উভয় পক্ষের অভিযোগ স্থানীয়ভাবে মিমাংসা হয়।
অভিযোগকারী থানায় ৩ ডিসেম্বর বেলা ১১ টায় অভিযোগ দায়ের করতে গেলে
প্রতারক বাদশা মিয়া মোহনপুর থানা মোড় নওগাঁ-রাজশাহী মহাসড়কের একটি স্টলের সামনে অভিযোগকারী রেহেনা বিবির কাছ থেকে থানায় অভিযোগ দায়েরের কথা বলে ৮ হাজার টাকা নেয়। রেহেনা পরে জানতে পারে, তিনি প্রতারণার শিকার হয়েছেন। রেহেনা বিবি প্রতারক আসামী বাদশা মিয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।
এস/আর