মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর ৪ মৌগাছী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হোসেন আলী তাঁর সৎ মা মজেনা বেওয়া, ভাই মোসলেম আলী, বোন মমেনা বেগম, সেলিনা বেগম, জমির অংশ না দিয়ে মারপিটের অভিযোগে সাবেক চেয়ারম্যান হোসেন আলীকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।
এ বিষয়ে মোহনপুর উপজেলা মৌগাছি ইউনিয়নের নন্দনহাট গ্রামের মৃত আলহাজ্ব রহিম উদ্দিনের ছেলে মোসলেম আলী গত শনিবার বাদী হয়ে ৬ জনকে আসামী করে মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং-৪।
মামলা সূত্রে জানা গেছে, বাদীর পিতার আলহাজ্ব রহিম উদ্দিনের মৃত্যু পর বাদী তার মা একই বাড়ীতে বসবাস করতে থাকেন। পূর্ব শত্রুতার জের ও জমি-জমা অন্যান্য ওয়ারিশদের মধ্যে ভাগ বন্টন না করে দিয়ে সৎ ভাই সাবেক চেয়ারম্যান হোসেন আলী (৬০) সেকেন্দার আলী (৫৭) মহসিন আলী(৫৫) কাশেম আলী (৫২) মিলে তাদের পিতার সকল সম্পত্তি জোর করে ভোগ দখল করতে থাকলে। বাদী মোসলেম আলী, মা, দুই বোন নিয়ে তাদের পৈত্তিক সূত্রে সম্পত্তি অংশ চাইলে গত ২৭ জানুয়ারী রাত্রী আনুমানিক ১০ টার দিকে সাবেক চেয়ারম্যান হোসেন আলী কুট -কৌশলে ছোট ভাই মোসলেম আলীকে নিজ শয়ন কক্ষে ডেকে নেয় এবং পূর্বপরিল্পত ভাবে হোসেন আলী ছেলে সন্ধি (৩০) হাসান আলী ছেলে আল-আমিন(২৪) ওই সময় ঘরে প্রবেশ করে বিভিন্ন অকথ্য ভাষায় গালমন্দ দিতে থাকে ওই সময় গালমন্দে নিষেধ করলে জমি অংশ ভাগ দিবে না মর্মে বাদীকে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে এক পর্যায়ে বাদী ও তাদের সৎ মাকে ভয়ভীতি প্রর্দশন করে তাঁর নিকট হতে সোনালী ব্যাংক মৌগাছী শাখার চেক বহি যার নম্বর-৪৩৯১, জনতা ব্যাংক চেক বহি নম্বর-০০২১৮২৯৫১ জোর করে কেড়ে নেয়। গত ৩০ জানুয়ারী বাদীর ছোট বোন সেলিনা বেগম শ্বশুর বাড়ী থেকে পিতা বাড়ীতে বেড়াতে আসলে সৎ বোন সেলিনাকে বাড়ীতে ঢুকতে বাঁধা সৃষ্টি করে সেকেন্দার আলী ছোট বোনকে মারপিট শুরু করে মা মেয়েকে মারপিট করতে নিষেধ করলে সেকেন্দার ও সন্ধি অকথ্য ভাষায় গালমন্দ করে বাড়ীর সীমানা হতে বাহির করে দেয়।
বাদী মোসলেম উদ্দিন জানা যোগাযোগ করা হলে তিনি জানান , তাঁর সৎ ভাই ও তাদের সন্ত্রাসী ছেলেদের কারণে মাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে ভয়ে অন্য বাড়ীতে আশ্রয় নিয়েছে।তিনি দ্রুত প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন ।
রবিবার বেলা ১১ টায় নন্দনহাট গ্রামের ঘটনাস্থল পরির্দশন করেছেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী।
মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এস এম আবুল কাশেম আজাদ জানান, সাবেক চেয়ারম্যান হোসেন আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহৃত রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ