মোহনপুর প্রতিনধিঃ রাজশাহী মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের নবারুণ ক্লাব এর আয়োজনে “নবারুণ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭” এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার বিকালে জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় অংশ নেয় দাউকান্দি ইউথ ক্লাব বনাম কেশরহাট পৌর ফুটবল দল । উক্ত খেলায় কেশরহাট পৌর ফুটবল দলকে দাউকান্দি ইউথ ক্লাব ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবারুণ ক্লাবের সভাপতি ফিরোজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান নবারুণ ক্লাবের সাবেক সভাপতি খোঃ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খোঃ শামসুল ইসলাম, সাবেক খেলোয়ার খোঃ আব্দুল হান্নান মাষ্টার , আলহাজ্ব আবুল কাশেম,আলহাজ্ব আব্দুল জলিল , খোঃ আবুল বাশার, আকরব আলী মাষ্টার, তোহির উদ্দিন প্রাং,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম মাখন, খোঃ জাইদুল ইসলাম জাকির, খোঃ সালেহ সিদ্দিকী, নবারুণ ক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ ম্যানেজিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। রেফারী দায়িত্ব পালন করেন নুরে আলম সিদ্দিকী, সহকারী রেফারী আতাউর রহমান, আমিনুল ইসলাম,চতুর্থ রেফারী দায়িত্ব পালন করেন খোঃ মাহফুজ-উল আলম মিঠু, ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মামুন অর রশিদ ও সোহরাব হোসেন (কাজী)।
খবর২৪ঘণ্টা.কম/নজ